জরুরি ক্ষমতা প্রয়োগ করে সীমান্তে দেয়াল নির্মাণ করবেন ট্রাম্প

আপডেট: January 29, 2019 |

যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থায়ন নিয়ে কংগ্রেসের সঙ্গে কোনও সমঝোতা হবে না , হলেও তা মেনে নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রয়োজনে তিনি জরুরি ক্ষমতা প্রয়োগ করে সীমান্তে দেয়াল নির্মাণ করবেন।

মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট। আরেকটি সরকারি অচলাবস্থা ‘নিশ্চিতভাবেই একটি অপশন’ বলে দাবি করেন তিনি।

রবিবারের সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, অপর্যাপ্ত অর্থের কারণে তিন সপ্তাহের কম সময়ের মধ্যে আবারও সরকার অচল বা শাটডাউন হওয়ার আগে নতুন কোনও সমঝোতা ‘৫০-৫০ এর কম’।

ডোনাল্ড ট্রাম্প ৩৫ দিনের আংশিক অচলাবস্থা নিরসনে সম্মত হন। গত ২১ ডিসেম্বর শুরু হওয়া ওই আংশিক অচলাবস্থা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘতম ছিল। মেক্সিকো সীমান্তে অবৈধ মাদক ও অভিবাসীর অনুপ্রবেশ ঠেকাতে ৫৭০ কোটি ডলার বরাদ্দ চেয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু ডেমোক্রেটিক পার্টির নিয়ন্ত্রণে থাকা কংগ্রেসের নিম্নপক্ষ প্রতিনিধি তার এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে।

Share Now

এই বিভাগের আরও খবর