বগুড়ায় বার্মিজ চাকসহ যুবক গ্রেফতার

আপডেট: August 16, 2023 |
inbound7201813148591362813
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলায় বার্মিজ চাকুসহ আমিরুল ইসলাম (৩২) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) গভীর রতে বগুড়ার আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকা থেকে বার্মিজ চাকুসহ আমিরুলকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আমিরুল ইসলাম বগুড়া জেলার কাহালু উপজেলার কালুসাকাটিয়া গ্রামের মৃত- সিরাজুল ইসলাম এর ছেলে। এ বিষয়ে আদমদীঘি থানায় মামলা হয়েছে।

আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম জানান, আদমদীঘি থানা পুলিশ প্রতিদিনের মতো রাত্রিকালীন রণপ্রাহাড়া করছিল।

মঙ্গলবার গভীর রাতে আদমদীঘি পশ্চিম বাজার ব্রিজ এলাকায় পাকা রাস্তা দিয়ে আমিরুল নামের ওই যুবক হেঁটে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হওয়ায় পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

এরপর তার শরীর তল্লাশী করে একটি স্টিলের বার্মিজ হোল্ডিং চাকু উদ্ধার করা হয়।

তিনি আরও জানান আটককৃত আমিরুলের নামে সাভার থানায় অপর একটি অস্ত্র আইনে মামলা ও কাহালু থানায় একটি মাদক মামলা রয়েছে।

আজ বুধবার তার বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় আদালতে পাঠানো হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর