ঝালকাঠিতে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ, আহত ৪

আপডেট: August 25, 2023 |
inbound4978931711722130852
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে বরিশাল-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কে বাস ও এম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এম্বুলেন্সের রোগী সহ ৪ জন আহত হয়েছে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকেলে নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের বটতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি এম্বুলেন্সের সাথে ইসলাম পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে এম্বুলেন্সের রুগী সহ ৪জন আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সড়ক থেকে এম্বুলেন্সটি সরিয়ে নেওয়া হয়েছে। বাসটি আমাদের হেফাজতে রয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর