গুরুদাসপুরে বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

আপডেট: August 26, 2023 |
inbound5761203254927665307
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে নাটোরের গুরদাসপুরে খুবজিপুর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদদের ৪৮তম সাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুরদাসপুর উপজেলায় খুজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দোয়া ও আলোচনা সভায় খুবজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস বি এ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস এমপি।

খুবজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য পিএম লুৎফর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বৃহত্তর বিয়া ঘাট ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর মিয়া নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন, গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ধারাবাহিষা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন মাস্টার, গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলাল শেখ, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের নেতা মোঃ আরিফুল ইসলাম বিপ্লব, খুবজিপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মনিরুল ইসলাম দোলন, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও উপজেলা আওয়ামী লীগের কোষাধক্ষ মোঃ রবিউল ফকির, গুরুদাসর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক রেজাউল করিম সবুজ ফকির পৌর আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আলমগীর শেখ প্রমূখ।

আলোচনা সভা বক্তারা বঙ্গবন্ধু ও তার শহীদ পরিবারের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে ওকবদ্ধ থেকে নৌকার পক্ষে কাজ করার উপর গুরুত্ব আরোপ করেন

Share Now

এই বিভাগের আরও খবর