আজ কালোব্যাজ ধারণ করে মানববন্ধন করবে ঐক্যফ্রন্ট
আপডেট: February 6, 2019
|
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ভোট ডাকাতি’র প্রতিবাদে কালোব্যাজ ধারণ ও মানববন্ধন করবে জাতীয় ঐক্যফ্রন্ট।
আজা বুধবার বেলা ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হবে। এতে জাতীয় ঐক্যফ্রন্টের শরীক দল সমূহের নেতাকর্মী সমর্থকদেরকে কর্মসুচিতে যোগ দেয়ার আহ্বান জানানো হয়েছে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনে ৩০০ আসনের মধ্যে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র ৭টি আসন।