ঝালকাঠিতে বঙ্গবন্ধুসহ ১৫ ও ২১ আগস্ট শহীদদের স্মরনে আ’লীগের সভা অনুষ্ঠিত

আপডেট: August 26, 2023 |
inbound6155361802151680980
print news

মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকীসহ ১৫ ও ২১ আগস্টে শহীদদের স্মরনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ আগষ্ট) বেলা ১১ টায় উপজেলা আ’লীগের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ভার্চুয়ালী প্রধান অতিথি ছিলেন ১৪ দলের সমন্বয় ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি।

সভার সার্বিক তত্ত্বাবধানে-সঞ্চালনা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক এমাদুল হক মনির।

উপজেলা আ’লীগের সভাপতি বিমল চন্দ্র সমদ্দর সভায় সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

সভা শেষে বঙ্গবন্ধুসহ ১৫ ও ২১ আগস্ট শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর