যেকোনো সংকটে প্রেরণার উৎস নজরুল: কাদের

আপডেট: August 27, 2023 |
inbound4737226474559124380
print news

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক। তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক।

আমাদের সংকটে, আমাদের সংগ্রামে, আমাদের মুক্তিযুদ্ধে তিনি অফুরান এক প্রেরণার উৎস এবং চিরদিন তিনি বাঙালির জীবনে বেঁচে থাকবেন।

রোববার সকালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আগস্ট মাস বাঙালিদের জন্য ট্র্যাজেডির মাস।

আগস্ট মাসে আমরা বাংলার সেরা তিন জন মানুষকে হারিয়েছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।

আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আমরা পুষ্পার্ঘ্য অর্পণ করতে এসেছি৷ নজরুল চিরদিনই আমাদের জন্য প্রাসঙ্গিক।

তিনি আগেও প্রাসঙ্গিক ছিলেন, এখনো তিনি বাঙালির জীবনে প্রাসঙ্গিক।

তিনি আরও বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের শাহাদাৎ বার্ষিকীর এই দিন থেকে আজকে আমাদের এই অঙ্গীকার করতে হবে যে, জাতীয় কবি যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কবিতা, গানে চেতনার বিস্ফোরণ ঘটিয়েছেন, সাম্প্রদায়িকতা এখনো আমাদের এই স্বাধীন দেশে অগ্রগতির পথে, বিকাশের ধারায় অন্তরায় হয়ে আছে।

তাই আজকের দিনে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িকতার বিষবৃক্ষকে সমূলে ধ্বংস করব- এই শপথ করি এবং বাংলাদেশে যারা সত্যিকারের বাঙালি তাদের কাছেও এই চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানাই।

Share Now

এই বিভাগের আরও খবর