বগুড়ায় কাফনের কাপড় পরে ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: August 28, 2023 |
inbound238565846509967622
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ায় কাফনের কাপড় পরে মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন (বিডিএমএস এ) ও ম্যাটস শিক্ষার্থীরা।

রোববার ( ২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ দিকে বগুড়া শহরের জিরোপয়েন্ট সাতমাথায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচি থেকে চার দফা দাবিতে অনিদিষ্ট কালের জন্য কর্মবিরতি, ছাত্র ধর্মঘট ও পরীক্ষা বর্জনের ডাক দেয় শিক্ষার্থীরা।

চার দফা দাবি গুলো হলে- কর্মসংস্হান সৃষ্টি ও নিয়োগ, অ্যালইড বোর্ড বাতিল করে স্বতন্ত্র বোর্ড গঠন, ইন্টার্নশীপ বহালসহ অসঙ্গতিপূর্ণ কারিকুলাম সংশোধন এবং উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।

কর্মসূচিতে বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাকিটশনের অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন,দীর্ঘ ৩ বছরে ৭ থেকে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বের হলেও সেসব শিক্ষার্থীরা বেকার থেকে যাচ্ছে।

এ বেকারত্ব থেকে আমরা মুক্তি চাই। আমরা আমাদের চার দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ছাত্র ধর্মঘট, পরীক্ষা বর্জন ও অনিদিষ্টকালের জন্য কর্ম বিরতি চালিয়ে যাবো।

এতে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল প্রাইভেট প্র্যাক্টিশনার অ্যাসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শামী, মাহবুবুর রহমান মামুন,নিপুন,জহিরুল, ইসরাত শাকিল,জিহাদ ও জাকির।

Share Now

এই বিভাগের আরও খবর