৫ সেপ্টেম্বর জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি

আপডেট: August 29, 2023 |
inbound8266706225977507008
print news

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের আয়োজনে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন বসছে।

সেখানে যোগ দিতে আগামী ৫ সেপ্টেম্বর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রাষ্ট্রপতি হিসেবে এটি হবে তাঁর দ্বিতীয় বিদেশ সফর।
ঢাকা ও জাকার্তার কূটনৈতিক সূত্রগুলো রাষ্ট্রপতির জাকার্তায় পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলন যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে।

ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানায়, বর্তমানে আসিয়ানের চেয়ারের দায়িত্ব পালন করছে ইন্দোনেশিয়া। দেশটি এবার ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনের আয়োজক দেশ।

৭ সেপ্টেম্বর জাকার্তায় অনুষ্ঠেয় সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন।

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় জি২০ সম্মেলনে যোগ দেওয়ার কারণে প্রধানমন্ত্রী জাকার্তায় যাচ্ছেন না। আসিয়ানের প্রতি ঢাকার সমর্থন বিবেচনায় রাষ্ট্রপতি সম্মেলনে যোগ দেবেন।

জাকার্তা সূত্র জানায়, পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে রাষ্ট্রপতি ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে জাকার্তার উদ্দেশে রওনা হবেন। ৭ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলনে আসিয়ানের বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেবেন। সব আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি ৮ সেপ্টেম্বর ঢাকায় ফিরবেন।

Share Now

এই বিভাগের আরও খবর