বগুড়ার ধারালো চাপাতি সহ যুবক গ্রেফতার

আপডেট: August 30, 2023 |
inbound4354153078039580163
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অভিযানে, বগুড়া সদর থানাধীন ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্ত আটাপাড়ার এলাকা থেকে আহাদ শেখ ওরফে রক্সি(২৮) নামে এক যুবককে ২০ ইঞ্চি লম্বা অত্যাধুনিক ধারালো চাপাতি( ছোরা) সহ আটক করা হয়।

মঙ্গলবার ( ২৯ শে আগস্ট) রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতপ, ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি বগুড়ার ইনচার্জ, পুলিশ পরিদর্শক মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই মোঃ মাহমুদুর রশিদ, এএসআই মোঃ শফিকুল ইসলাম, সঙ্গীয় ফোর্সের সহায়তায়, বগুড়া সদর থানাধীন আটাপাড়া গ্রামের আহাদ শেখ ওরফে রক্সিকে তার বসতবাড়ী থেকে একটি অত্যাধহনিক ধারালো ২০ ইঞ্চি চাপাতি(ছারা) সহ আটক করা হয়।

আটককৃত আহাদ শেখ ওরফে রক্সি বগুড়া সদরের আটাপাড়া গ্রামের মৃত ফিরোজ শেখ এর ছেলে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ি বগুড়ার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, আটককৃত আসামী আহাদ শেখ ওরফ রক্সির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর