আজ ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন

সময়: 10:43 am - February 9, 2019 | | পঠিত হয়েছে: 4 বার

দেশের প্রায় আড়াই কোটি শিশুকে আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোট ১ লাখ ২০ হাজার কেন্দ্র থেকে এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে ভিটামিন খাওয়ানো হচ্ছে তা সম্পূর্ণ নিরাপদ। কোনো রকম গুজবে কান না দিয়ে ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের আহ্বান জানানো হচ্ছে।

৬ থেকে ১১ মাস বয়সী শিশুরা খাবে নীল ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সীরা খাবে লাল রঙের ক্যাপসুল। শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে বলে জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, কদিন আগে ভিটামিন ‘এ’ ক্যাপসুলে কিছুটা ত্রুটি দেখা দেয়। তবে আমরা শিশুদের জন্য কোনো ঝুঁকি নিতে চাইনি। ফলে সেই ক্যাপসুলগুলো ব্যবহার করা হবে না। এবারের ভিটামিন এ ক্যাপসুলে কোনো সমস্যা নেই।

Share Now

এই বিভাগের আরও খবর