মানিকগঞ্জ-২ আসনের আ.লীগের মনোনয়ন প্রত্যাশী টুটুলের সহস্রাধিক মোটরসাইকেল শো-ডাউন!


সোহরাব হোসেন, সিংগাইর প্রতিনিধি: মানিকগঞ্জ-২ (সিংগাইর-হরিরামপুর- সদরের আংশিক) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় কমিটির সাবেক যুব ও ক্রীড়া বিয়ষক সম্পাদক এবং জাতীয় পুরষ্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ ও সংগঠক দেওয়ান সফিউল আরেফিন টুটুল নির্বাচনী এলাকায় সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে শো-ডাউন করেছেন।
রোববার (৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে সিংগাইর উপজেলার বাইমাইল থেকে ব্যান্ডপার্টি নিয়ে হরিরামপুর উপজেলা ও মানিকগঞ্জ সদরের আংশিক এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থক নিয়ে এ শো-ডাউন করেন।
অতীতের সকল রের্কড ভেঙ্গে এ মোটরসাইকেল শো-ডাউনটি প্রায় ১ কিলোমিটার দীর্ঘ হয়। দুপুর গড়াতেই বিভিন্ন ইউনিয়নের টুটুল সমর্থকরা বাইমাইলে এসে জড়ো হতে থাকেন।
সেখান থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে জাতীয় ও দলীয় পতাকা উড়িয়ে মোটরসাইকেল শো-ডাউন শুরু হয়।
শো-ডাউনটি সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়ক হয়ে সদরের বেউথা ব্রীজ অতিক্রম করে বারইল বাজার, নবগ্রাম, বাঠইমুড়ি, ঝিটকা হয়ে হরিরামপুর সড়ক প্রদক্ষিণ করে।
প্রতিমধ্যে বেশ কয়েকটি স্থানে গণসংযোগ ও করেন টুটুল। এসময় তাকে কাছে পেয়ে অপেক্ষমান স্থানীয় বাসিন্দা ও নেতাকর্মীদের উৎফুল্ল দেখা যায়। তার এ জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো।
সন্ধ্যায় হরিরামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানের সভাপতিত্বে দেওয়ান সফিউল আরেফিন টুটুল তার বক্তব্যে বলেন,গত ১৫ বছরে অনেক হাইব্রীড আ.লীগারের জন্ম হয়েছে। ত্যাগীরা পড়েছেন বাদ ।
এ থেকে উত্তোরণে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাকে করতেই হবে। আশা করি দল আমাকে সে সুযোগ করে দিবে।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন,যেই নৌকা প্রতীক পাবেন আমরা তার হয়েই কাজ করব।
কিন্তু বর্তমান এমপি মমতাজ বেগমকে তার বির্তকিত কর্মকান্ডের জন্য কোনভাবেই ছাড় দেয়া হবে না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার খন্দকার মো.লিয়াকত হোসেন,বয়ড়া ইউপি চেয়ারম্যান মো.ফরিদুর রহমান,হরিরামপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি বংকিম চন্দ্র চক্রবর্তী,সিংগাইর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল বাশার,সিংগাইর উপজেলা আ.লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. মো. লুৎফর রহমান, আবু বক্কর সিদ্দিক, সিংগাইর পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান রতন, সায়েস্তা ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, উপজেলা আ.লীগের সাবেক সদস্য ইঞ্জি.তফসের আলী প্রমুখ।