নেশার টাকার জন্য নাতির হাতে নানি খুন

আপডেট: September 4, 2023 |
inbound6080147879811592235
print news

ওবায়দুল ইসলাম রবি, রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলায় মাদকের নেশার টাকার জন্য বৃদ্ধ নানিকে হত্যা করেছে নাতি।

মৃত বৃদ্ধ সোনা সরেন (৭৫), তানোর উপজেলার কলমা ইউনিয়নের গোদামারী আদিবাসিপাড়ার মৃত চরন টুডুর স্ত্রী।অভিযুক্ত নাতি ইসমাইল সরেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার দুপুরে নিহতের মেয়ে আমেনা টুডু বাদি হয়ে ইসমাইল সরেনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।

এবিষয়ে তানোর থানা এবং স্থানীয়দের দেয়া তথ্যমতে জানাযায়. উপজেলার কলমা ইউনিয়নের গোদাগারী আদিবাসিপাড়ায় জিতু সরেনের পুত্র ইসমাইল সরেন মাদকাশক্ত ।

রবিবার দুপুরে সে বাড়ি ফিরে তার বৃদ্ধ নানির কাছে নেশা করার জন্য টাকা চায়। ওই সময় সোনা সরেন তার বয়স্ক ভাতার টাকা দিতে অস্বীকার করে।

নেশার টাকার জন্য নাতি ক্ষিপ্ত হয়ে তার নানিকে মারধর করে। অভিযুক্ত তার নানিকে বুকে লাথি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।

প্রচন্ড প্রহারের কারনে নানির মুখ দিয়ে ও মাথা ফেটে রক্তক্ষন হয়। দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত সোনা সরেন আহত অবস্থায় ঘরে পড়ে থেকে মারা যান।

প্রতিবেশিরা সোনা সরেনকে উদ্ধার করতে গেলেও ইসমাইলের ভয়ে বাড়িতে কেউ ঢুকতে পারে নি।

পরে স্থানীয়রা থানায় খবর দিরে থানা পুলিশ রাত ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই সময় অভিযুক্ত ইসমাইল সরেনকে গ্রেফতার করে থানা পুলিশ।

হত্যারি ঘটনায় নিহতের মেয়ে বাদি হয়ে থানায় হত্যা মামলা করেছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।

হত্যার অভিযোগে অভিযুক্ত ইসমাইল সরেনকে আজ সোমবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে। হলে নিশ্চিত করেছেন থানা ইনচার্জ (ওসি) আব্দুর রহিম।

Share Now

এই বিভাগের আরও খবর