ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন পরিচালনার শুভ উদ্বোধন

আপডেট: September 7, 2023 |
inbound195653986443631881
print news

তারেকুজ্জামান, ফরিদপুর প্রতিনিধি: পদ্মা সেতু অতিক্রম করে ঢাকা হতে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন পরিচালনা শুভ উদ্বোধন হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটায় ফরিদপুর জেলার ভাঙ্গা জংশন স্টেশনে অনুষ্ঠিত হয়।

এ ট্রেন চালুর মধ্য দিয়ে অটো সিগনাল পদ্ধতিতে আধুনিক রেল নেটওয়ার্কের নতুন মাইলফলক রচিত হলো।

ঢাকা-ভাঙ্গায় পরীক্ষামূলক আগামী ১০ অক্টোবর পদ্মা সেতু দিয়ে আনুষ্ঠানিক ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা থেকে আটটি বগি নিয়ে বিশেষ একটি ট্রেন পদ্মা সেতু অতিক্রম করে।

আজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, অন্যান্য উপস্থিত ছিলেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম,আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জনাব শাহজাহান খান,জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ফরিদপুর ০৪ আসনের সংসদ সদস্য মজিবূর রহমান চৌধুরী নিক্সন, রেলপথ সচিব ড.হুমায়ুন কবির,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ কামরুল আহসান, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন, ফরিদপুরে জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার পুলিশ সুপার মো: শাহজাহান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন এবং তারা বলেন যে সরকার রেলপথ উন্নয়নের উপর গুরুত্ব দিয়েছে ফলে সারা দেশে রেলপথের ব‍্যাপক উন্নয়ন হচ্ছে।

বর্তমান সরকার আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত হলে এ কাজ অব্যাহত থাকবে।

উল্লেখ্য যে আজ বৃহস্পতিবার সকাল ১০ টা বেজে ০৭ মিনিটে ঢাকা থেকে মাওয়া হয়ে পদ্মা সেতুর উপর দিয়ে ভাঙ্গা স্টেশনের উদ্দেশ্যে ছেরে আসা বিশেষ ট্রেনটি বেলা ১২ টা বেজে ১৭ মিনিটে ভাঙ্গা স্টেশনে এসে পৌঁছায়

Share Now

এই বিভাগের আরও খবর