আমি বলিনি আমি সফল: কাদের
সম্প্রতি সড়ক দুর্ঘটনা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারিনা। আমরা সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করতে যাচ্ছি।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, সড়কে শৃঙ্খলা আসেনি। আমি বলিনি আমি সফল। আমি মন্ত্রী হবার পর নিজেই বলেছি, যানজট-সড়ক দুর্ঘটনা রয়েছে। যেটা রোধ করা সম্ভব সেটা কেনো করা যাবে না, করতে হবে।
সড়কে বিশৃঙ্খলার জন্য শক্তিশালি মহল দায়ি এমন এমন প্রশ্নের জবাব এড়িয়ে মন্ত্রী বলেন, আমি নিজে মন্ত্রী হয়েও দায় এড়াতে পারি না। মেট্রো রেল, পাতাল রেলসহ যেসব কাজ হচ্ছে এতে অনেক সমস্যাই সমাধান হয়ে যাবে। বিভিন্ন সড়কে কাজ চলছে, সেগুলো হলে অনেক সমস্যাই কমে যাবে। এখন দুর্ঘটনার সংখ্যা কম, কিন্তু নিহতের সংখ্যা বেশি।
তিনি বলেন, মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না। ছোট ছোট যানবাহনের কারণে দুর্ঘটনা বেড়েছে। আগামী সপ্তাহে সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা আহ্বান করছি। সভায় বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি গঠন করা হবে।
এ সময় সড়ক নিরাপত্তায় সবার সহযোগিতা চান মন্ত্রী।