ফরিদপুরে নৌকার পক্ষে ভোট চেয়ে এ কে আজাদের গণসংযোগ


ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর জেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ কে আজাদ আজ শনিবার সকাল ১১ টায় ফরিদপুর শহরের নিউমার্কেট, কাঠপট্টি সংলগ্ন এলাকায় গণসংযোগ করেন।
এ সময় ফরিদপুর পৌর আওয়ামীলীগের যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট বদিউজ্জামান বাবলু, যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মনির, কোতোয়ালি থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মানোয়ার হোসেন, জনসংখ্যা বিষয়ক সম্পাদক জাসদ মিয়া, ১৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ মুন্নু শেখ, ফরিদপুর সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহীন আহমেদ সোহান, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য গোবিন্দ চন্দ্র বিশ্বাস প্রমূখ উপস্থিত ছিলেন ৷
গণ সংযোগ কালে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশল বিনিময়সহ বর্তমান সরকারের ১৪ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করেন।