ডলারের দাম বৃদ্ধির কারণে কিছু পণ্যের দাম বেড়েছে: তপন কান্তি ঘোষ

আপডেট: September 9, 2023 |
inbound7171467685928643274
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ ডলারের বিনিময় হার ও মূল্য বৃদ্ধির কারণে কিছু কিছু পণ্যের দাম বেড়েছে। পণ্য আমদানি করতে অতিরিক্ত খরচ হওয়াই পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।

শনিবার (০৯ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট জেলা প্রশাসনের আয়োজনে ডিসি অফিসের সম্মেলন কক্ষে জয়পরহাট জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন পণ্যের আমদানি উন্মুক্ত করলে পণ্যের দাম কমে যাবে।

কিন্তু সব পন্যের আমদানি উন্মুক্ত করলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হবে এই কথা চিন্তা করে সরকার সকল পণ্য আমদানি উন্মুক্ত করে না।

সারাদেশে সরকার ১ কোটি পরিবারকে টিসিবি পণ্য দিচ্ছে। এরই ধারাবাহিকতায় জয়পুরহাটে ৫৯ হাজার পরিবারকে টিসিবি কার্ডের মাধ্যমে পণ্য দেওয়া হচ্ছে ।

বাজারে পণ্যের দাম বৃদ্ধি পেলে সহজেই যেন ব্যবস্থা নিতে পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে।

বাজার যেন স্থিতিশীল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবং বাজার নিয়ন্ত্রণে জেলা প্রশাসনকে সবসময় সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

সভায় জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

সভায় উপস্থিত ছিলেন বিজির অধিনায়ক লেঃ কর্ণেল তানজিলুর রহমান ভুঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ইশতিয়াক আলম, ক্ষেতলাল উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বন্যা, কালাই উপজেলা নির্বাহী অফিসার জান্নাত আরা তিথি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজিব হোসেন, জেলা খাদ্য কর্মকর্তা সন্তোষ কান্তি চাকমা, জেলা কৃষি বিপনন কর্মকর্তা রতন কুমার রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সাদিয়া সুলতানা, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রেজভী, চেম্বারের পরিচালক এম এ করিম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল, সাংবাদিক শামিম কাদির প্রমুখ।

এ সময় পণ্য মনিটরিং কমিটির সদস্যরা নিত্যপণ্যের আমদানিতে শুল্ক হ্রাস এবং কৃষকদের ভর্তুকি দিয়ে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখার পরামর্শ দেন।

Share Now

এই বিভাগের আরও খবর