এবার সাব্বিরের অর্ধশতক

আপডেট: February 20, 2019 |

ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে অর্ধশতক করেছেন সাব্বির রহমান। নেপিয়ার ও ক্রাইস্টচার্চে সেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলাদেশের। ডানেডিনেও টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতায় হোয়াইটওয়াশ হওয়ার ঝুঁকিতে টাইগাররা। ৩০ ওভারে এ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩০ রান।
বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় তৃতীয় ও শেষ ওয়ানডের খেলা শুরু হয়। প্রথমে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু নিউজিল্যান্ডকে চাপে রাখতে পারেনি টাইগাররা। মিডল অর্ডার ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৩৩০ রান সংগ্রহ করে ব্ল্যাক ক্যাপরা। জবাবে মাঠে নেমে ২ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ।
নেপিয়ারের পর ক্রাইস্টচার্চেও তামিম-মুশফিক-মাহমুদুল্লাহ রান পাননি। ডানেডিনেও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন তিন তারকা ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের দেয়া ৩৩০ রানের টার্গেটের জবাব দিতে ০ রানেই সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল ও সৌম্য সরকার। ১৭ ও ১৬ রান করে আউট হয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম।
লিটন দাস করেছেন ১ রান।

Share Now

এই বিভাগের আরও খবর