বীরগঞ্জে কৃষকলীগের আহ্বায়ক কমিটি অনুমোদন

আপডেট: September 18, 2023 |
inbound8606409300660416109
print news

মো: তোফাজ্জল হোসেন, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃষকলীগের ১২ নং গোলাপগঞ্জ আঞ্চলিক শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

উপজেলা কৃষকলীগের সভাপতি শিবলী সাদিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শক্তিনাথ স্বাক্ষরিত প্যাডে এ নতুন কমিটির অনুমোদন দেয়া হয়।

নতুন ঘোষিত এ কমিটিতে টংক নাথ রায়কে আহ্বায়ক, মিজানুর রহমান, নিরত চন্দ্র রায়, আয়নাল হক কে যুগ্ম আহ্বায়ক ও অজিবুল ইসলামকে ১নং সদস্য করে মোট ৪১জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নব ঘোষিত এ কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো: আমিনুল ইসলাম।

তিনি অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ জাতীয় সংসদ নির্বাচনে দেশরন্ত শেখ হাসিনাকে ৫ম মেয়াদে রাষ্ট্রীয় ক্ষমতায় আনার লক্ষ্যে জামাত-বিএনপির সকল ষড়যন্ত্র ও গণবিরোধী আন্দোলন মোকাবিলা করে নৌকা প্রতীককে বিজয়ী করার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Share Now

এই বিভাগের আরও খবর