ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে বিজয়ী গনসংবর্ধনা

আপডেট: September 18, 2023 |

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: আগামী ১১ অক্টোবর নাটোর ৪ (বড়াইগ্রাম – গুরুদাসপুর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার একমাত্র প্রার্থী ডাক্তার আলহাজ সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে বিজয়ী গনসংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ সেপ্টেম্বের) সন্ধায় নাটোরের গুরুদাসপুর চাঁচকৈড় বাজারে বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারে গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা নেতৃত্বে বিজয়ী গণ সংবর্ধনা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আহম্মেদ আলী মোল্লাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী সমর্থক বৃন্দ।

সিদ্দিকুর রহমান পাটোয়ারী মহান আল্লাহ তায়ালার শুকরিয়া ও আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলীয় কর্মকাণ্ড পরিচালনা করতে হবে এজন্য সবাইকে সহনশীল থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশীদার হতে হবে।

দলীয় সূত্রে জানা যায় গত ৩০ শে আগস্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস এমপির মৃত্যুতে আসনটি শূন্য হওয়ায় নির্বাচন কমিশন আগামী ১১ ই অক্টোবর উপনির্বাচনের আয়োজন করেন।

নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় ১৭ জন প্রার্থী মনোনয়ন ফর্ম উত্তোলন করেন। কিন্তু আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে আলহাজ্ব ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারীকে চূড়ান্ত আওয়ামী লীগের দলীয় একক নৌকার প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী গত ১৭সেপ্টেম্বর মনোনয়ন দাখিলের শেষ দিনে নৌকার একক প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমান ছাড়া আর কোন প্রার্থী মনোনয়ন দাখিল করেন নাই বলে জানা যায়।

আঠারোই সেপ্টেম্বর যাচাই-বাছাইয়ে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী ডাক্তার সিদ্দিকুর রহমানের কাগজয়াদী বৈধ হাওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাটোর ৪ ( বড়াইগ্রাম – গুরুদাসপুর) আসনে সংসদ সদস্য হতে যাচ্ছেন। আগামী ২৫ সেপ্টেম্বর সরকারিভাবে ঘোষণা করার কথা জানা যায়।

Share Now

এই বিভাগের আরও খবর