গুরুদাসপুর ১ম জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত


ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার প্রতিপাদ্যে নাটোরের গুরুদাসপুর ১ম জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বের) উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় সরকার দিবস পালনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ডাক্তার মোঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন গুরুদাসপুর পৌর মেয়র মোহাম্মদ শাহনেওয়াজ আলী মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা গ্রামীণ উন্নয়নসহ দেশের উন্নয়নে স্থানীয় সরকারের গুরুত্ব তুলে ধরেন।