যমুনা নদী রক্ষায় বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

আপডেট: September 20, 2023 |
ব্যাংক
print news

যমুনা নদী রক্ষায় বাংলাদেশকে ১০২ মিলিয়ন ডলার, অর্থাৎ ১১ কোটি ২১ লাখ ৮ হাজার ৮১২ টাকার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক।

বুধবার (২০ সেপ্টেম্বর) বিশ্বব্যাংক যমুনা নদীতীর সুরক্ষা, নাব্যতা বৃদ্ধি, নদীতীরের মানুষদের বাস্তুচ্যুত হওয়া থেকে রক্ষা করতে, তাদের জীবনযাত্রার মান বাড়াতে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা করতে এই ঋণ অনুমোদন করেছে।

যমুনা নদী টেকসই ব্যবস্থাপনা প্রকল্প-১ এর প্রস্তাবিত প্রকল্পগুলোর মধ্যে একটি অন্যতম হলো- নদীপথগুলোর নাব্যতা বৃদ্ধি করা। যাতে করে সারাবছর পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে। এতে করে আঞ্চলিক যোগাযোগ ও বাণিজ্য বৃদ্ধিতে সহায়তা করবে।

এছাড়া নদীভাঙন এবং বন্যা থেকে প্রতিবছর প্রায় আড়াই হাজার হেক্টর জমি রক্ষা করা সম্ভব। স্থানীয় জনগণের জীবন-জীবিকা ও সম্পদের সুরক্ষা এবং নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।

Share Now

এই বিভাগের আরও খবর