জয়পুরহাটে আনসার ভিডিপির জেলা সমাবেশ অনুষ্ঠিত

আপডেট: September 23, 2023 |
inbound8086298609978556048
print news

জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে জেলা কমান্ডেন্টের কার্যালয় চত্বরে শান্তি শৃঙ্খলা উন্নয়ন নিরাপত্তা সর্বত্র আমরা, এই শ্লোগান নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মির্জা সিফাত- ই- খোদার সভাপতিত্বে বেলুন ও কবুতর উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।

সার্কেল আ্যাডজুট্যান্ট বাবুল আকতার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন, ১৯ আনসার ব্যাটালিয়নের পরিচালক আব্দুল মজিদ, নওগাঁ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা  বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ রাফিউদ্দিন জাকারিয়া, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেন।

সমাবেশ শেষে উপস্থিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট ও কিছু আনসার সদস্যদের মাঝে বাই সাইকেল ও পুরষ্কার বিরতরণ করা হয়।

Share Now

এই বিভাগের আরও খবর