খালেদা জিয়ার উন্নত চিকিৎসা এবং মুক্তির দাবিতে সমাবেশ

আপডেট: September 24, 2023 |
inbound2763771033427123638
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোরে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা জন্য বিদেশে প্রেরন এবং নিঃশর্ত মুক্তির দাবীতে সমাবেশ করেছে নাটোর জেলা বিএনপি ও অঙ্গসংগঠন।

আজ রবিবার বিকেলে আলাইপুরস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের সভাপতিত্বেস অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন, যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, মহিলা দলের সভানেত্রী সুফিয়া হক, ছাত্রদলের সাধারন সম্পাদক মারুফ ইসলাম সৃজন, সানোয়ার হোসেন তুষার ।

এ সময় বক্তারা বলেন, এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিলে তিলে মেরে ফেলার চক্রান্ত করছে।

দেশনেত্রী খালেদা জিয়াকে ভয় পায় বলে তাকে উন্নত চিকিৎসা নিতে বাধা প্রদান করছে।

বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধান গন তাকে বিদেশে পাঠানোর জন্য বিবৃতি দিলেও সরকার কোন কিছু তেই কান দিচ্ছে না।

Share Now

এই বিভাগের আরও খবর