‘বঙ্গবন্ধুর খুনীদের পুনর্বাসন করেন জিয়া’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর জিয়াউর রহমান আত্মস্বীকৃত খুনীদের পুনর্বাসন করেন। কাউকে করেন মন্ত্রী, কাউকে পদায়ন করেন দূতাবাসে। এছাড়া বঙ্গবন্ধু হত্যার বিচার যাতে না হয়, সেই জন্য জারি করেন ইনডেমনিটি অধ্যাদেশ।
শুক্রবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সভায় এসব কথা বলেন তিনি। এসময় মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন সোনার বাংলাদেশের। তাই তিনি সংবিধানে মৌলিক অধিকারের কথা লিখে গেছেন। এগুলো বাস্তবায়িত হচ্ছে। আগামীতে শক্তি সঞ্চয় করে এগিয়ে যাওয়ার পথে সাহসী ভূমিকা রাখবে। স্বাধীনতার মূল্যবোধ ও চেতনাকে সমুজ্জ্বল রাখবে।
ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক শওকত বাঙালির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্টের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, দেলোয়ার মজুমদার, সাধারণ সম্পাদক রেখা আলম চৌধুরীসহ সদস্য ও বিশিষ্টজনেরা।