না ফেরার দেশে ডাম্বলডোর খ্যাত অভিনেতা মাইকেল গ্যাম্বন

আপডেট: September 29, 2023 |
boishakhinews 39
print news

 

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ‘হ্যারি পটার’র জনপ্রিয় চরিত্র ‘ডাম্বলডোর’খ্যাত অভিনেতা মাইকেল গ্যাম্বন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। বই হোক কি বড় পর্দা, ‘হ্যারি পটার’ বিশ্বজুড়ে একটা ফেনোমেলা।

আর হ্যারি পটারের এই জনপ্রিয় চরিত্রাভিনেতাকে হারিয়ে শোক প্রকাশ করেছেন হ্যারি পটারের স্রষ্টা জে.কে. রাউলিং ও হ্যারি পটার খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ।
স্যার মাইকেল গ্যাম্বনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জে.কে. রাউলিং। গ্যামবনের মৃত্যু সংবাদের প্রতিক্রিয়া জানিয়ে পুরস্কার বিজয়ী লেখিকা বৃহস্পতিবার এক্সে (টুইটার) লিখেছেন, ‘একজন অসামান্য অভিনেতা গ্যাম্বন যিনি সমানভাবে বিস্ময়কর মানুষ ছিলেন। আমার গভীর সমবেদনা গ্যাম্বনের পরিবার এবং যারা তাকে ভালোবাসে তাদের প্রত্যেকের প্রতি।

এদিকে গ্যাম্বনের মৃত্যুতে শোক জানিয়েছেন হ্যারি পটার খ্যাত অভিনেতা ড্যানিয়েল রেডক্লিফ। ভ্যারাইটিকে দেওয়া একটি বিবৃতিতে রেডক্লিফ বলেন, ‘মাইকেল গ্যাম্বন ছিলেন সবচেয়ে উজ্জ্বল প্রতিভা। তিনি সেই দুর্দান্ত অভিনেতাদের একজন যার সাথে কাজ করার সুযোগ আমি পেয়েছি। তার অসীম প্রতিভার মাঝে আমি তার সম্পর্কে সবচেয়ে বেশি মনে রাখব যে তিনি নিজের কাজটি কতটা মজা করে করেছিলেন।

Share Now

এই বিভাগের আরও খবর