অভিযানের সময় চড়াও হলেন হাসপাতাল কর্তৃপক্ষ

আপডেট: October 1, 2023 |
Boishakhinews24 1
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযানের সময় অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হন এক বেসরকারী হাসপাতাল কর্তৃপক্ষ। বনপাড়া আল আরাফাত হাসপাতালে এই ঘটনা ঘটে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, নিয়মিত বাজার তদারকি অভিযানের অংশ হিসাবে বনপাড়া বাজারের চারটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়।

এসময় মেয়াদোত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রির অভিযোগে অনুভব হাসপাতালের মালিক ডাঃ ওসমান গণিকে চার হাজার টাকা জরিমানা করা হয়। পরে আল আরাফাত হাসপাতালের ষ্টোর রুমে বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ ইনজেকটেবল ঔষধ পাওয়া যায়। যা যে কোন রোগীর শরীর প্রয়োগ করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এ কারণে তাদের ৯ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় হাসপাতালের মালিক ডাঃ আখের আলির ছেলে ফয়সাল আহমেদ হিমেল অভিযান পরিচালনাকারী কর্মকর্তা ও সাংবাদিকদের উপর চড়াও হন। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share Now

এই বিভাগের আরও খবর