দুপুরে মার্কিন প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে আ.লীগের বৈঠক

আপডেট: October 9, 2023 |
inbound8912570189020464903
print news

ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠক করবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন বিষয়ক একটি পর্যবেক্ষক দল।

সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি আওয়ামী লীগের একটি সূত্র নিশ্চিত করেছে।

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে নেতৃত্ব দেবেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছে যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচনবিষয়ক একটি পর্যবেক্ষক দল।

দেশটির অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) ও ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রতিনিধি দলটি শনিবার থেকে সোমবার (১৩ অক্টোবর) ঢাকায় অবস্থান করবে।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন, মারিয়া চিন আব্দুল্লা, মারিও মাইত্রি, জেমি ক্যানডেন্স সাক্স স্পাইকারম্যান, আকাশ সিসাসাই কুলোরি, ডেনিয়েল মাইকেল রেইলি, জিওফ্রে পিটার ম্যাকডোনাল্ট।

ঢাকার মার্কিন দূতাবাস সূত্রে জানা যায়, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআইয়ের নীতিমালার ঘোষণা অনুযায়ী, একটি যৌথ প্রাক-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করতে তারা এসেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর