বিশেষ সুবিধা পাবেন শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা
আপডেট: May 2, 2019
|
আগামী বাজেটে শেয়ারবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। বৃহস্পতিবার ইকনোমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।
এনবিআর চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের উন্নয়নের বিষয় নিয়ে প্রধানমন্ত্রী উদ্বিগ্ন। ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন। আমরা সে বিষয়ে কাজ করছি।
কোন সময়ের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীরা বিশেষ সুবিধা পাবেন- সাংবাদিকদের পক্ষ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, টাইম ফ্রেমটা স্টক এক্সচেঞ্জ ও আইসিবিসহ স্টেকহোল্ডাররা নির্ধারণ করবেন।
এ সময় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, যেসব কোম্পানির অস্তিত্ব নেই, সেসব কোম্পানির শেয়ারে বিনিয়োগ করবেন না।