পদ্মা রেল সেতু উদ্বোধনের জন্য মাওয়া পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট: October 10, 2023 |
inbound2713252872016223554
print news

পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প উদ্বোধন করতে মাওয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১০ অক্টোবর) বেলা ১১টার কিছু সময় আগে তিনি মাওয়ায় এসে পৌঁছান।

মাওয়া স্টেশন প্রাঙ্গণে সুধী সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এতে দেশি-বিদেশি অতিথিরা অংশ নেয়ার কথা রয়েছে।

এরপরই ঢাকা-ভাঙ্গা রেলপথের ফলক উন্মোচন করে টিকিট কেটে বেলা ১২টায় মাওয়া থেকে ট্রেনে যাত্রা শুরু করবেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রেনযাত্রার সুযোগ পাবেন ৩৮৬ অতিথি। দুপুর ১টায় ফরিদপুরের ভাঙ্গা জংশন পৌঁছাবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে ভাঙ্গার কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের জনসভায় ভাষণ দেবেন তিনি।

দীর্ঘ ৬ বছর পর ভাঙ্গায় যাচ্ছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বরণে জনসভাস্থলে সকাল থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ আসতে শুরু করেছেন।

প্লেকার্ড, ব্যানার, ফেস্টুন নিয়ে বাদ্যযন্ত্র সহকারে দলে দলে ভাঙ্গার জনসভাস্থল ডা.কাজী আবু ইউসুফ স্টেডিয়ামের প্রবেশদ্বারে উপচেপড়া ভিড়।

Share Now

এই বিভাগের আরও খবর