একটি মা ইলিশ ১৫ থেকে ২০ লাখ মাছ উৎপাদন করতে পারে

আপডেট: October 10, 2023 |
inbound8348057990095880556
print news

ওবায়দুল ইসলাম রবি: ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। প্রতিবছর এ মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশে প্রচুর রাজস্ব পায়। এটা আমাদের মূল্যবান সম্পদ।

মা ইালশ রক্ষায় আগামী ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর ২৩ পর্যন্ত মাছ ধরা বন্ধ থাকবে।

মঙ্গলবার সকালে ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উদ্যোগে চারঘাট পোরোসভায় এক সচেতনতা সভার আয়োজন করেন।

জানা যায়, একটি মা ইলিশ ১৫-২০ লাখ মাছ উৎপাদন করতে পারে। কিন্তু অজ্ঞাত জেলেরা অনেক মাছ নষ্ট করে ফেলেছে। ইলিশ প্রজনন সময়ের জন্য প্রত্যেক জেলেকে তাদের মাছ ধরা বন্ধ করতে হবে।

যার কারনে ৫৭০ জন জেলে পরিবারদের মাঝে ২৫ কেজি চাল বরাদ্দ করা হয়েছে বলে জানান চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা অলি উল্লাহ মোল্লা।

চারঘাট পৌর মেয়র একরামুল হক গণমাধ্যমকে বলেন, আ’লীগ সরকার কখনো তাদের ক্ষমতার অপব্যবহার করেনি এবং স্থানীয় জনগণকে কখনো ভুলে যায় না।

বাঙালীরা ভাত আর মাছে বেঁচে থাকে। তবে মাছের তালিকায় ইলিশ উত্তম। বাংলাদেশে এমন কেউ নেই যারা ইলিশ মাছ খায়না। সর্বপরি ইলিশ প্রজনন সময়ে মাছ ধরা থেকে বিরত থাকতে হবে।

বর্তমান সরকার স্থানীয় জনগণের জন্য কাজ করছে এবং সংকটের মুহুর্তেও সহায়তা করছে।

মা ইলিশ রক্ষায় প্রায় এক মাস মাছ ধরা বন্ধ থাকবে ওই সময়ের জন্য সরকার থেকে বরাদ্দা ২৫ কেজি করে চাউল ৫৭০ জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বলে জানান ইউএনও সোহরাব হোসেন।

Share Now

এই বিভাগের আরও খবর