বঙ্গবন্ধুর বায়োপিক দেখলেন গাজীপুরের ৫০০ নেতাকর্মী

আপডেট: October 15, 2023 |
inbound2052026106956148832
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে মহিলা সংরক্ষিত আসনে সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া এমপি ও গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ মন্ডলের উদ্যোগে মহানগর শ্রমিক লীগের ৫০০শ নেতাকর্মী হলে গিয়ে ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রটি দেখেছেন।

১৪ অক্টোবর গাজীপুরের উল্কা সিনেমা হলে বিকেল ৩টার শো-তে দলবেঁধে মুভিটি দেখেন তারা।

এসময় গাজীপুরে শ্রমিক লীগের স্থানীয় সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো।

শো শুরুর আগে অনেকে দলবেঁধে জয় বাংলার স্লোগান দিতে দিতে সিনেমা হলে প্রবেশ করেন। আওয়ামী লীগের নেতা-কর্মীদের উচ্ছ্বাসে মুখরিত ছিল সিনেমা হল প্রাঙ্গণ।

এমপি বলেন, ‘সিনেমাটি দেখে আমার মনে হয়েছে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জীবন আমরা বইতে পড়েছি, যেটা শুনেছি, তার সাথে হুবহু মিল রেখে সুন্দরভাবে জাগ্রত ইতিহাসকে উপস্থাপন করা হয়েছে।

চলচ্চিত্রটিতে যারা অভিনয় করেছেন তারাও সুনিপুণভাবে বঙ্গবন্ধু ও তার পরিজনদের ফুটিয়ে তুলেছেন। মনে হচ্ছে যেন বঙ্গবন্ধু আমাদের মাঝে ফিরে এসেছেন।

ছবিটি দেখে অনেকের চোখের পানি এসেছে। সিনেমার শুরুতে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি। আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম।’

উল্লেখ্য, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বহুল কাঙিক্ষত বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ ১৩ অক্টোবর, শুক্রবার সারা দেশে মুক্তি পেয়েছে।

গত বৃহস্পতিবার প্রিমিয়ার শো’তে সিনেমাটি দেখেছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বায়োপিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের শিল্পী আরিফিন শুভ এবং বঙ্গবন্ধু পত্নী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা। শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া।

এছাড়া জনপ্রিয় অভিনেতা তৌকীর আহমেদ, চঞ্চল চৌধুরী, প্রার্থনা দীঘি ও অন্যরা বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।

Share Now

এই বিভাগের আরও খবর