ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বিবহি বিচ্ছেদ

আপডেট: October 20, 2023 |
boishakhinews 5
print news

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শুক্রবার তাঁর স্বামী আন্দ্রে গিয়ামব্রুনোর সঙ্গে বিচ্ছেদের কথা জানিয়েছেন, যিনি একজন টেলিভিশন সাংবাদিক এবং সাম্প্রতিক সপ্তাহগুলোতে অশ্লীল মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়েছেন।

মেলোনি গত মাসে সাংবাদিকদের বলেছিলেন, গিয়ামব্রুনোকে তাঁর মন্তব্যের জন্য তিনি বিচার করলে তা উচিত হবে না এবং ভবিষ্যতে তাঁর আচরণ সম্পর্কে প্রশ্নের উত্তর দেবেন না।

গিয়ামব্রুনোকে তাৎক্ষণিক মন্তব্যের জন্য পাওয়া যায়নি।

৪৬ বছর বয়সী প্রধানমন্ত্রী একটি ডানপন্থী জোট সরকারের প্রধানের অফিসে তাঁর প্রথম বছর উদযাপন করার সময় এই বিচ্ছেদ ঘটল।

গিয়ামব্রুনো (৪২) একটি সংবাদ অনুষ্ঠানের উপস্থাপক। এই দম্পতির সাত বছরের একটি মেয়ে রয়েছে।
মেলোনি তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে লিখেছেন, ‘আন্দ্রেয়া গিয়ামব্রুনোর সঙ্গে আমার সম্পর্ক, যা প্রায় ১০ বছর স্থায়ী হয়েছিল, এখানেই শেষ হচ্ছে। আমাদের পথ ভিন্ন হয়েছে এবং এটি স্বীকার করার সময় এসেছে।

সূত্র : রয়টার্স

Share Now

এই বিভাগের আরও খবর