কালিয়াকৈরে নদীর পাড় থেকে কঙ্কাল উদ্ধার
আপডেট: May 8, 2019
|
শিবলু হায়দার, গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালিয়াকৈরে নদীর পাড় থেকে বুধবার সকালে এক বৃদ্ধার কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।
নিহত হলেন, উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বান্ধাবাড়ি এলাকার মৃত. আনোর উদ্দিনের স্ত্রী জরিনা বেগম (৬৫)।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, নিহতের মেয়ে বাড়ীর পাশেই নদীর পাড় দিয়ে যাবার সময় দেখতে পান মানবদেহের মত কিছু পড়ে আছে। কাছে গিয়ে দেখেন একটি কঙ্কাল পড়ে আছে। পরণের কাপড়, একটি সপিং ব্যাগ ও এক জুতা দেখে মায়ের কঙ্কাল সনাক্ত করেন। পরে পুলিশ খবর পেয়ে নিহতের কঙ্কাল উদ্ধার করে।
উল্লেখ্য গত ৩০ এপ্রিল তিনি পাশের গ্রামে এক কবিরাজের বাড়ি যান। এরপর তাকে আর খোঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার (এএসআই) মো. দেলোয়ার হোসেন কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।