সহস্রাধিক নেতাকর্মী নিয়ে বঙ্গবন্ধুর বায়োপিক দেখলেন সেবক লীগ সভাপতি রিপন

আপডেট: October 22, 2023 |
ripon vi
print news

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত বায়োপিক ‘মুজিব : একটি জাতির রুপকার’ চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর সাধারণ জনগণ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।

এর অংশ হিসেবে প্রায় সহস্রাধিক নেতাকর্মী নিয়ে চলচ্চিত্রটি উপভোগ করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ও ঢাকা-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী কামরুল হাসান রিপন।

বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে ওঠা এই সিনেমাটি দেখতে রাজধানীর ‘গীত সিনেমা হলে’র একটি শোয়ের সব টিকিট কেটে রাখেন কামরুল হাসান রিপন। শুক্রবার সন্ধ্যা ৬টায় তরুন থেকে বৃদ্ধ, সব বয়সী নেতাকর্মীদের পদচারনায় মুখরিত হয়ে ওঠে সিনেমা হলটি। এ সময় তাদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়।

ঐতিহাসিক এই সিনেমাটি দেখার সুযোগ করে দেয়ায় কামরুল হাসান রিপনকে ধন্যবাদ জানান তারা। দর্শকের চাপে শেষ পর্যন্ত আলাদা চেয়ার নিয়ে বসেও সিনেমাটি প্রত্যক্ষ করতে দেখা গেছে। কেউ কেউ সিট না পেয়ে হলের সিড়িতে বসে সিনেমাটি দেখেছেন।

সিনেমাটি দেখে বেরিয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কামরুল হাসান রিপন বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ। জাতির পিতা তার জীবনের পুরো অংশ দেশমাতৃকার কল্যানে এবং মানুষের জন্য রাজনীতি করে গেছেন। বাংলাদেশের জনগণের অধিকার আদায়ে, তদের একটি উন্নত জীবন দিতে কিভাবে নিজের জীবনের মায়া ত্যাগ করেছেন তা ফুটেছে উঠেছে এই সিনেমাতে। এই সিনেমায় তার সংগ্রামী জীবনের প্রতিচ্ছবি আমরা দেখতে পেয়েছি। বাংলাদেশের মানুষকে তিনি কতোটা ভালোবাসতেন, কিভাবে একটি জাতিকে তিনি মুক্তির স্বাদ দিয়েছেন, তা সবই উঠে এসেছে এই সিনেমাতে।

ঐতিহাসিক এই সিনেমাটি সব শ্রেণি পেশার মানুষ এই সিনেমাটি ভালভাবে উপভোগ করতে আহ্বান জানান তিনি।

সিনেমা শেষে বেরিয়ে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে ছবি তোলেন।

Share Now

এই বিভাগের আরও খবর