বুধবার দেশে ফিরছেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ১৫ তারিখ সুস্থ হয়ে দেশে ফিরছেন।

সিঙ্গাপুরে তার সঙ্গে থাকা সেতু মন্ত্রনালয়ের তথ্য কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ রবিবার সকালে এ কথা জানিয়েছেন।

তিনি জানান,“মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বাংলাদেশ বিমান এয়ার লাইন্সের ফ্লাইট নং বিজি ০৮৫ এ করে বাংলাদেশ সময় সন্ধা ৬টায় দেশে ফিরবেন।”

ওয়ালিদ ফয়েজ জানান, “সিঙ্গাপুর সময় রবিবার সকাল ১০.২০ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে স্যার ফোনে কথা বলে এই সিদ্ধান্ত নেন।”

২মার্চ সকালে শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার বঙ্গবন্ধুমেডিকেলে ভর্তি হলে এনজিওগ্রামে তার হৃদপিণ্ডের রক্তনালীতেতিনটি ব্লক ধরা পড়ে।

এর মধ্যে একটি ব্লক স্টেন্টিংয়ের মাধ্যমে অপসারণ করেনচিকিৎসকরা। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে উন্নত চিকিৎসারজন্য এয়ার আম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয় ৪মার্চ।

সেদিন রাতেই একটি মেডিকেল বোর্ড গঠন করে ওবায়দুলকাদেরের চিকিৎসা শুরু করেন মাউন্ট এলিজাবেথহাসপাতালের চিকিৎসকরা।

কাদেরের সঙ্গে তার স্ত্রী ইসরাতুন্নেসা কাদেরও সিঙ্গাপুরেরয়েছেন।