মঠবাড়িয়ায় বসতঘর ভাংচুর ও জমি দখলের ঘটনায় নারীসহ আহত দুই

আপডেট: October 26, 2023 |
inbound6788826276032071076
print news

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বসতঘর
ভাংচুর ও অবৈধভাবে জমি দখলের ঘটনায় নারীসহ দুইজন আহত হয়েছে।

ভুক্তভোগী পরিবার মঠবাড়িয়া থানায় লিখিত অভিযোগ দিলেও ঘটনার তিনদিনেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি। এ ঘটনার প্রতিকার চেয়ে বৃহস্পতিবার সকালে মঠবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্থ ৫ পরিবার।

ভুক্তভোগী পরিবারের পক্ষে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফাহিমা আক্তার অভিযোগ করেন বলেন, পৌর শহরের ৮নম্বর ওয়ার্ডের সবুজ নগর এলাকায়
(১৯৮০দাগ ও ৯১৩ খতিয়ান) সাড়ে ২৮ শতাংশ জমি ক্রয়সূত্রে মালিক হয়ে ফাহিমাসহ অন্য ৫ পরিবার দীর্ঘ দিন ধরে বসতবাড়ি করে বসবাস করে আসছিল।

ওই জমির মালিকানা দাবী করে ফুলঝুড়ি গ্রামের হাসেম খানের ছেলে জিয়া খান ও ৯নম্বর ওয়ার্ডের (থানা পাড়া রোড) বাবুল মৃধার স্ত্রী হেপী বেগম ওই জমি অবৈধভাবে দখলের পায়তারা করে আসছিল।

এনিয়ে মামলা চলমান ও উচ্চ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু ওই নিষেধাজ্ঞা উপেক্ষা করে গত ২৩ আক্টোবর/২৩ বিকেলে জিয়া খান ও হেপীর নের্তৃত্বে
১৫/২০ জনের একটি ভাড়াটিয়া দল ভুক্তভোগী ফাহিমার বসতঘর ভেঙে গুরিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়।

এসময় বাধা দিলে প্রতিপক্ষের হামলায় জমির মালিক পারুর বেগম (৬৫) আহত হয়। পরে ভুক্তভোগী ফাহিমা তার বাসতবাড়িতে হামলার ঘটনা পৌর সভার সাবেক মেয়রকে অবহিত করতে গেলে প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকি দেয়।

এসময় থানা পুৃলিশকে অবহিত করলে মেয়রের বাসভবন থেকে পুলিশের সহায়তায় ফাহিমা বাড়ি ফেরে। এ ঘটনার জের ধরে ২৪ অক্টোবর রাতে ফাহিমার ছোট ভাই আল-আমিনকে (৩০) প্রতিপক্ষরা মারধর করে গুরুতর আহত
করেন। পুলিশ আহত আল-আলামিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় থানা পুলিশ লিখিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা না নেয়ায় ভুক্তভোগী ওই পরিবারের সদস্যরা আতঙ্কে দিন কাটাচ্ছে।

প্রতিপক্ষ জিয়া খান বলেন, একই দাতার কাছ থেকে আমি ও ফাহিমার ভাই ইয়াহিয়ার জমি ক্রয় করি। ইয়াহিয়া জমিতে বসতঘর নির্মাণ করে বসবাস করছে।

আমার জমি দখল করতে গেলে প্রতিপক্ষরা বাধাদেয়।
প্রতিপক্ষ হেপী বেগম জানান, ওই জমি আমার শ^শুরের রেকডিও সম্পত্তি।

আমার পুরনো ঘর নতুন করে নির্মাণ করতে গেলে উল্টো ইয়াহিয়া বাধা দেয়।

মঠবাড়িয়া থানার অফিসাির ইনচার্জ কামরুজ্জামান তালুকদার বলেন, এঘটনায় উভয়পক্ষই লিখিত অভিযোগ দিয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর