বগুড়ায় ৮৭ টাকার স্যালাইন ৫১০ টাকায় বিক্রি

আপডেট: October 27, 2023 |
inbound7096629349759769855
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় শামসুর রহমান নামে এক ব্যক্তির আত্মীয় দুর্ঘটনায় গুরুতর আহত হন।

তার ওই রুগীর জন্য জরুরী ভিত্তিতে ইঞ্জেক্টেবল স্যালাইনের প্রয়োজন হয়।

এ সময় তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের সামনে তাওফিক মেডিসিন এন্ড সার্জারিক্যাল নামক দোকানে যান।

ওই দোকান থেকে তিনি ৮৭ টারার স্যালাইন ৫১০ টাকা দিয়ে কেনেন। পরে ভোক্তা অধিকারকে অভিযোগ দিলে সংস্থাটির সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী অভিযান পরিচালনা করেন।

অভিযানে আসা টের পেয়ে ব্যবসায়ী দোকান খোলা রেখে পালিয়ে যায়।

পরে অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক ইফতেখারুর আলম রিজভী দোকানটি সিলগাল করেদেন।

ইফতেখারুল আলম রিজভী বলেন, ৮৭ টাকার স্যালাইন ৫১০ টাকায় বিক্রির অভিযোগে শজিমেক হাসপাতালের সামনে তাওফিক মেডিসিন এন্ড সার্জিক্যাল নামে দোকানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান টের পেয়ে ব্যবসায়ী দোকান খোলা রেখেই পালিয়ে যান।পরে ওই দোকানটি সিলগালা করা হয়।

এছাড়াও অভিযানে মজনু ফার্মাসিতে ঔষধ সমুহের মূল্য বিশেষভাবে তুলে ফেলা হয় যাতে অধিক মূল্য গ্রহণ করা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ১৫ (পনেরো) হাজার টাকা অর্থদন্ড দেওয়া করা হয়।

অভিযানে জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

Share Now

এই বিভাগের আরও খবর