নাটোরে অতিরিক্ত মদপানে কলেজ ছাত্রের মৃত্যু

আপডেট: October 27, 2023 |
inbound493260575951316461
print news

ইমাম হাছাইন পিন্টু, নাটোর প্রতিনিধি: নাটোরে অতিরিক্ত মদপান করে অসুস্থ্য হওয়া কলেজ ছাত্র রুদ্র গোস্বামী (১৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

দুর্গা প্রতিমা বিসর্জনের দিন অতিরিক্ত মদপানে সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসাদীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যায় তিনি।

মৃত রুদ্র গোস্বামী সদরের লোচনগড় গ্রামের রঘুনাথ গোস্বামীর বড় ছেলে। তিনি শহরতলীর দিঘাপাতিয়া এমকে কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিলেন।

নিহতের প্রতিবেশীরা জানান, মঙ্গলবার দূর্গাপুজার প্রতিমা বির্সজনের সময় আনন্দ উল্লাস করে অতিরিক্ত মদ্যপান করায় অসুস্থ্য হয়ে পড়ে কলেজ ছাত্র রুদ্র গোস্বামী।

পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় বুধবার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতের পরিবারের কেউ কোন মন্তব্য করতে রাজি হয়নি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছিম আহম্মেদ জানান, নিহতের ময়নাতদন্ত শেষে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর