জয়পুরহাটে রাস্তার সংস্কার কাজের শুভ উদ্বোধন


জয়পুরহাট প্রতিনিধিঃ মঙ্গলবাড়ী আরএইচডি থেকে শালপাড়া জিসি ভায়া চকবরকত রোডের সংস্কার কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে জয়পুরহাট সদরের মঙ্গলবাড়ী ইক্ষু সেন্টার মাঠে সংস্কার কাজের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
দোগাছী ইউপি চেয়ারম্যান সামসুল আলম সুমন এর সভাপতিত্বে বক্তব্য দেন সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান কাফি, চকবরকত ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, দোগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সবুজ প্রমুখ।
রাজশাহী বিভাগীয় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ কোটি ১২ লক্ষ টাকা ব্যায়ে এই রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়।