পুলিশ- বিএনপি সংঘর্ষে রণক্ষেত্র কাকরাইল, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

আপডেট: October 28, 2023 |
inbound5254213609813200664
print news

রাজধানীর পল্টনে মুখোমুখি অবস্থান নিয়েছে পুলিশ ও বিএনপির নেতাকর্মীরা। বিজয়নগর পানির ট্যাংকির কাছে টায়ারে আগুন লাগিয়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করেন বিএনপি কর্মীরা। তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

শনিবার (২৮ অক্টোবর) দুপুর ২টার পর পল্টন-বিজয়নগর এলাকায় দেখা যায় এমন চিত্র।

এছাড়া, কাকরাইলে বিএনপি-পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি স্থানে আগুন দেওয়া হয়েছে।

কাকরাইল অডিট ভবনের সামনে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে বিজিবিও।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছে, দুপুর সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ বাধে। বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে।

আর পুলিশ বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে। সেই সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে।

2Q==

তিনি আরও জানান, অন্তত ৪০টিরও বেশি গ্রেনেডের শব্দ পাওয়া গেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে, কিছু মৎস্য ভবনের দিকে চলে যায়।

পরে পুলিশ উল্টো দিক থেকেও টিয়ারশেল ছুড়তে ছুড়তে এগোয়। বর্তমানে কাকরাইল মসজিদের সামনে কেউ নেই।

এখনো সাউন্ড গ্রেনেড ফোটানোর শব্দ পাওয়া যাচ্ছে এবং উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আজ বিএনপির সমাবেশ। অন্যদিকে দেড় কিলোমিটার দূরের বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ‘শান্তি ও উন্নয়ন’ সমাবেশ করছে আওয়ামী লীগ।

সমাবেশ ঘিরে উভয় দলের নেতাকর্মীরাই সকাল থেকে নিজ নিজ সমাবেশস্থলে অবস্থান করছেন।

Share Now

এই বিভাগের আরও খবর