ঢাকায় গণ্ডগোল করলে কঠোরভাবে দমন করা হবে : তথ্যমন্ত্রী

আপডেট: October 28, 2023 |
inbound144151448455162476
print news

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আজকে ঢাকায় সমাবেশ করছে।

সারাদেশ থেকে অগ্নিসন্ত্রাসীদের সমাবেশ ঘটিয়েছে। ঢাকায় গণ্ডগোল করলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে কঠোরভাবে সেটি দমন করব।

আজ শনিবার (২৮ অক্টােবর) চট্টগ্রামের অনোয়ারার কোরিয়ান ইপিজেটের মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভায় এসব কথা বলেন তিনি।

টানেল উদ্বোধন উপলক্ষে এ জনসভার আয়োজন করা হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি কয়েক দিন পরপর কর্মসূচি দেন। কয়েক দিন দেন হাঁটা কর্মসূচি, বসা কর্মসূচি, কয়েকদিন দেখি দৌড় কর্মসূচি।

আবার কয়েক দিন পরে হয়তোবা হামাগুঁড়ি কর্মসূচি দেবে। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি করলে আমাদের কোনো কথা নেই। সরকার, প্রশাসন বিএনপিকে সহযোগিতা করছে।

তিনি আরও বলেন, সরকার চাইলে আপনাদেরকে (বিএনপি) অনুমতি না দিলেও পারত। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন আওয়ামী লীগ সমাবেশ করতে চাইলেও বিএনপি অনুমতি দেয়নি।

আপনারা আমাদেরকে লাঠিপেটা করেছেন। আমরা সমাবেশের অনুমতি দিয়েছি। এটাকে দুর্বলতা ভাববেন না। যদি ভাবেন তাহলে ভুল করবেন।

আপনারা যদি কোনো গণ্ডগোল করতে চান তাহলে কঠোর হস্তে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে। সন্ত্রাসীদের ঢাকা শহর থেকে বিতাড়িত করা হবে।

তিনি বলেন, দুই কোটি মানুষের শহর ঢাকা। বিএনপি নয়াপল্টনের সামনে ৫০ হাজার মানুষ জড়ো করে বলেন যে বিশাল সমাবেশ।

গুলিস্তানে পাগল নাচলেও ২০ হাজার মানুষ হয়। আজকে জেলা আওয়ামী লীগের সমাবেশ। দেখে যান এখানে কত মানুষ হয়েছে। আমরা অনেক ধৈর্য ধরেছি। এ দেশে গণতন্ত্র নিয়ে ছিনিমিনি করতে দেওয়া হবে না।

Share Now

এই বিভাগের আরও খবর