হতাশাগ্রস্ত লোকজন ঐশ্বরিয়ার সৌন্দর্যে হিংসা করেন : রিচা চাড্ডা

আপডেট: November 6, 2023 |
boishakhinews 24
print news

সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন গত অক্টোবরে প্যারিস ফ্যাশন উইকে যোগ দেন। তার রূপে অনেকেই যেমন মুগ্ধ ছিলেন, তেমনই আবার অনেকেরই মনে হয়েছে ‘এই অভিনেত্রী মোটা হয়ে গেছেন’। আর এজন্য তীব্র ট্রলের মুখেও পড়তে হয় তাকে। তাকে ট্রল করায় চটেছেন বলিউড তারকা রিচা চাড্ডা। তিনি বলেন, ‘কুমড়ার মতো মুখ নিয়ে…, উনি (ঐশ্বরিয়া) ভারতের সব থেকে সুন্দরী নারী’। খবর হিন্দুস্তান টাইমসের।

সম্প্রতি একটি টক শোয়ে হাজির হয়ে রিচা চাড্ডা বলেন, ‘লোকজন তো ওকে (ঐশ্বরিয়া) হিংসা করেন। কী আর বলব! কুমড়ার মতো মুখ নিয়ে…, উনি (ঐশ্বরিয়া) ভারতের সব থেকে সুন্দরী নারী, ভীষণ শৃঙ্খলাপরায়ণ, লাবণ্যময়ী। ওকে কখনো কারো সম্পর্কে খারাপ কথা বলতে শুনবেন না, কোনো বিতর্কে থাকেন না। আমার তো ওকে ভীষণ পছন্দ। উনি দক্ষিণ ভারতীয় মানসিকতার এক পরিবার থেকে এসেছেন। উনি এমন একজন নারী যিনি বাড়িতে দই-ভাত-পাপড় খেয়ে থাকেন। লোকজন ট্রল করে ওকে, তাতে কী যায় আসে!’

এগুলো কিভাবে সামলানো উচিত? এমন কথায় কিছুটা বিরক্ত রিচা বলেন, ‘এতে সামলানোর কী আছে। একটা কথা শোন চিন্টু (কল্পিত নেটিজেন চরিত্র) চণ্ডীগড়ে বসে কী ভাবছে, তাতে কার কী আসে যায়! চিন্টু যদি সামনে আসে, তাহলে তো কেউ ওকে হয়ত বাড়ির পরিচারক হিসেবেও রাখবেন না। চিন্টুর কাছে হয়ত চাকরি নেই, কিছু নেই, ও হতাশ। তাহলে ও কি-ই বা করবে, এসবই বলবে এর পোশাকটা ভালো নয়, ওর ওটা খারাপ, কী যায় আসে! এসব নিয়ে আগে ভাবতাম, মন খারপ হতো, এখন এসবে মাথাও ঘামাই না। হতাশাগ্রস্ত লোকজন ঐশ্বরিয়ার সৌন্দর্যে হিংসা করেন।’

Share Now

এই বিভাগের আরও খবর