পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারলনা রিয়াল মাদ্রিদ

আপডেট: November 6, 2023 |
boishakhinews 25
print news

 

একের পর এক সুযোগ পেলেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামরা; কিন্তু তা কাজে লাগাতে পারলেন না। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ঘরে মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারেনি রিয়াল।
একের পর এক সুযোগ পেলেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহামরা; কিন্তু তা কাজে লাগাতে পারলেন না। ম্যাচজুড়ে আধিপত্য বিস্তার করে খেলেও জিততে পারেনি রিয়াল মাদ্রিদ। ঘরে মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রায়ো ভায়েকানোর সঙ্গে গোলশূন্য ড্র করেছে। এতে পয়েন্ট তালিকার শীর্ষে উঠতে পারেনি রিয়াল।

২২ শটে পাঁচটি লক্ষ্যে রেখেও কাঙ্ক্ষিত গোল পায়নি কার্লো আনচেলোত্তির দল। ১৫ ম্যাচ পর ঘরের মাঠে গোল করতে পারেনি ইউরোপের সফলতম দলটি।
এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ মুহূর্তের গোলে হার এড়িয়েছে লিভারপুল। পুচকে লুটন টাউনের সঙ্গে করেছে ১-১ গোলে ড্র।
৮০ মিনিটে তাহিথ চংয়ের গোলে এগিয়ে যায় লুটন। যোগ করা পঞ্চম মিনিটে অলরেডদের সমতায় ফেরান লুইস দিয়াজ। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিনে লিভারপুল।

Share Now

এই বিভাগের আরও খবর