বাইডেনের কথিত সেই উপদেষ্টা এখন অনুতপ্ত: ডিবি প্রধান

আপডেট: November 8, 2023 |
inbound7042714236068224792
print news

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুর কারাগারে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন এর কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফি কে জেল গেটে জিজ্ঞাসা করেন ডিবি প্রধান হারুনুর রশিদ।

জিজ্ঞাসাবাদ শেষে ডিবি প্রধান হারুনুর রশিদ কাশিমপুর জেল গেটে সাংবাদিকদের সাথে কথা বলেন। ডিবি প্রধান হারুনর রশিদ জানান সে এখন অনুতপ্ত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন অর রশিদ জানান সাবেক সেনা কর্মকর্তা চৌধুরী হাসান সরোয়ারদি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস সহ অন্যান্য নেতৃবৃন্দের জিজ্ঞাসাবাদ করে কিছু বিষয়ে একমত না হওয়ায় আজ কাশিমপুর কারাগারে মার্কিন রাষ্ট্রপতি বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীকে জেলখানা গেটে জিজ্ঞাসাবাদ করা হয়।

সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দীর অনুরোধে তিনি বিভিন্ন কথা বলেছেন।

সাংবাদিকদের প্রশ্নের হারুনুর রশিদ আরো বলেন ২৮ শে অক্টোবরে বিচারপতির বাসভবনে হামলা পুলিশ হাসপাতালে হামলা পুলিশকে পিটিয়ে হত্যা সাংবাদিকদের উপর হামলা সকল কিছুই একই সূত্রে গাথা।

কথিত উপদেষ্টা আরেফির বরাত দিয়ে হারুনুর রশিদ আরো বলেন সাবেক সেনা কর্মকর্তা হাসান সোহরাওয়ার্দী এই ব্যক্তিকে ট্রাপে ফেলে এ ধরনের কথা বলিয়েছেন, কারণ বিএনপি জামাত ক্ষমতায় আসলে হাসান সরোয়ারদী রাষ্ট্রীয় সুবিধা ভোগ করতে পারবেন। অধিকতর তদন্তে আরো বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে।

Share Now

এই বিভাগের আরও খবর