জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চল্লিশ দিনের শিশুকে হত্যার চেষ্টা

আপডেট: November 14, 2023 |
inbound7907560938207847284
print news

রকিবুল হাসান রিপন, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ছুড়ে ফেলে দিয়ে চল্লিশ দিনের শিশুকে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে মোজাম্মেলের বিরুদ্ধে।

এ ঘটনায় শিশুটির মা পারভীন বেগম হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযুক্ত মোজাম্মেল হক ওই উপজেলার নওদাবাস ইউনিয়নের কেতকিবাড়ি এলাকার ২ নং ওয়ার্ডের আফজাল হোসেনের পুত্র ও সম্পর্কে শিশুটির দাদা।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, পারভিন বেগমের স্বামী আনারুল হক কাজের সুত্রে এলাকার বাইরে থাকে। এ সুযোগে পারভিনের বসত ভিটার ৪ শতাংশ জমি দখল নিতে যায় ফুফা শশুর মোজাম্মেল।

দখল নিতে বাধা দিলে বাকুয়া দিয়ে এলোপাতাড়ি মারধর করেন পারভীন বেগমকে। এর এক পর্যায়ে পারভীনের কোলে থাকা চল্লিশ দিনের শিশুপুত্রকে হত্যার উদ্দেশ্যে ছুড়ে ফেলে দেয় মোজাম্মেল।

পরে প্রতিবেশীরা গুরুতর আহত শিশু ও পারভীনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা: আনোয়ারুল ইসলাম বলেন, ছুড়ে ফেলে দেয়ার কারনে শিশুটির অন্ডকোষে আঘাত পেয়ে ফুলে গেছে।

আর শিশুটির মা পারভীন বেগম পায়ুপথে গুরুতর জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য শিশু ডাক্তারকে এবং তার মাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

তবে অভিযুক্ত মোজাম্মেল হক দাবী করে বলেন, পারভীনের সাথে আমার স্ত্রী জোহরার সাথে ধস্তাধস্তি হয়েছে আর শিশুটিকে আমরা কেউ আঘাত করি নাই।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহা আলম জানান এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর