বরগুনায় সিডর দিবস পালিত


বরগুনা প্রতিনিধিঃ বরগুনায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে সিডর দিবস-২০২৩ ।
বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় নলটোনা ইউনিয়নে গন কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
২০০৭ সালের ১৫ নভেম্বর এই দিনে প্রলয়ংকারী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে বরগুনা জেলায় ১,৩৪৫ জন লোক প্রাণ হারায়।
নলটোনা ইউনিয়নে দাফনের জন্য কোনো স্থান খুঁজে না পাওয়ায় কাফনের কাপড় ছাড়াই ২৯ জনকে গর্জন বুনিয়া গণকবরে সমাহিত করা হয়।
বরগুনা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাঃ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা নলটোনা ইউনিয়নস্থ গণকবরে পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে সিডরে নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানান।
গণকবর সংলগ্ন মাঠে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এই সময় এলাকাবাসীর প্রতি ভবিষ্যতে এই ধরনের প্রলয়ংকারী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার উদ্দেশ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহয়তার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন সংবাদকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।