রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত


জাহাঙ্গীর আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রাণীশংকৈলে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান।
মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাণীশংকৈল প্রেস ক্লাব (পুরাতন) সভাপতি আনোয়ারুল ইসলাম, সাবেক সভাপতি কুশমত আলী, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সিনিয়র সাংবাদিক আব্দুল বাকী, ছবি কান্ত দেব,হুমায়ূন কবির,একে আজাদ, নূরুল হক, জাহাঙ্গীর আলম,বিজয় রায়, জিয়াউর রহমান,সোহরাব হোসেন, আনোয়ার হোসেন জীবন,মহসীন আলী লেমন সরকার, মাহবুব আলম, আহমেদ ইসমাম, নাজমুল হাসান,তাহেরুল ইসলাম, মেহেদী, সুজন, অভিষেক, আবদুল্লাহ আল নোমান, রেজাউল করিম রাজাসহ আরো অনেকে।
এসময় সাংবাদিকরা উপজেলার উন্নয়নে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে নবাগত ইউএনওকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে নবাগত ইউএনও রাকিবুল হাসান বলেন, সাংবাদিকদের সহযোগিতা নিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন করতে চাই।
জনগণের সেবক হতে চাই। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেলে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
রাকিবুল হাসান রাণীশংকৈল উপজেলায় ইউএনও হিসেবে ৭ নভেম্বর যোগদান করেন। তিনি বিসিএস ৩৫ তম ব্যাচের কর্মকর্তা।
শেষে নবাগত ইউএনও উপজেলার বিভিন্ন এলাকার নানা ধরনের সমস্যা ও সমাধান সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।