বগুড়ার চারটি আসনে হিরো আলমসহ ১১জনের মনোনয়ন বাতিল

আপডেট: December 4, 2023 |
inbound112895932938559804
print news

শাহজাহান আলী, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়ার চারটি আসনে মোট ৪৮জন প্রার্থীর মধ্যে ৩৭ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়।

বাকি ১১জনের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। এদের মধ্যে দুইটি রাজনৈতিক দলের ৪জন এবং বাকি ৭জন স্বতন্ত্র প্রার্থী।

৩ ডিসেম্বর (রোববার) সকালে বগুড়-১ থেকে বগুড়া-৪ পর্যন্ত এই চারটি আসনের ৪৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র যাচাই-বাচাই অন্তে ৩৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও দুটি রাজনৈতিক দলের ৪ জন স্বতন্ত্র প্রার্থী ৭ জনসহ মোট ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম।

মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ইবনে সাফি বিন হাবীব, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. ইউনূস আলী, বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনের স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে- অজয় কুমার সরকার, খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ্ আল মেহেদী, মো. আফজাল হোসেন, মো. এরশাদুল হক, মো. জাকারিয়া হোসেন, মো. জামিরুল রশীদ তালুকদার, মো. ফেরদৌস স্বাধীন ফিরোজ, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস পার্টির প্রার্থী ও আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মনোয়ার জাহিদ।

মনোনয়ন পত্র বাতিল হওয়া ১১ জন প্রার্থীই রিটার্নিং অফিসারের দেয়া রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।

রিটার্নিং কর্মকর্তা ও বগুড়ার ডিসি সাইফুল ইসলাম বলেন, ‘যাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে তারা ৫ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিলের সুযোগ পাবেন।’

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই সাতটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩০ নভেম্বর নির্ধারিত সময়ের মধ্যে মোট ৮৯ জন মনোনয়নপত্র জমা দেন।

এরমধ্যে বগুড়া-১ থেকে ৪ আসনে ১১ জনের বাতিল করা হয়। আজ সোমবার বগুড়া-৫, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসনের যাচাই-বাছাই করা হবে।

Share Now

এই বিভাগের আরও খবর