বগুড়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

আপডেট: December 6, 2023 |
inbound7487052670762544363
print news

শাহজাহান আলী,বগুড়া জেলা প্রতিনিধি, বগুড়ার সান্তাহার জংশনে ট্রেনে কাটা পড়ে ৬০ বছর বয়সী এক বৃদ্ধার ঘটনা স্হলেই মৃত্যু হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যার দিকে বগুড়া সান্তাহার জংশনের এক প্লাটফর্ম থেকে আরেক প্লাটফর্মে পার হতে গিয়ে ওই বৃদ্ধা ট্রেনে কাটা পড়ে ঘটনা স্হলেই মারা যায়।

জানা যায়,সোমবার সন্ধ্যায় সান্তাহার জংশন স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে বোনারপাড়া অভিমুখী কমিউটার লোকাল ট্রেন দাঁড়িয়ে ছিল।

আর ওই বৃদ্ধা দাঁড়িয়ে ছিলেন ৫ নম্বর প্লাটফর্মে। হঠাৎ তিনি দাঁড়িয়ে থাকা ওই লোকাল ট্রেনের নিচ দিয়ে ৪ নম্বর প্লাটফর্মের দিকে আসার চেষ্টা করেন।

এমন সময় ট্রেনটি ছেড়ে দিলে ওই বৃদ্ধা কাটা পড়েন। ফায়ার সার্ভিসের লোকজন কে খবর দিলে তারা এসে বৃদ্ধাকে মৃত্যু দেখতে পায়।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন নিকট বিষয়টি জানতে চাইলে তিনি জানান, খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পাঠানো হয়েছিল।

পুলিশ যাওয়ার সাত থেকে আট মিনিটের মধ্যে সে মার যায়। তার একটি পা ও একটি হাত কেটে গেছে,তাই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

Share Now

এই বিভাগের আরও খবর